1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  3. info@wp-security.org : Security_90903 :
  4. : wp_update-f97b9a8d :
  5. polyanitsya2022@rambler.ru : wpcore :
  6. pwtadmin@debidwarerjanomot.com : :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ২০ ক্যান্সারে আক্রান্ত রোগী পেলেন আর্থিক সহযোগীতা দেবীদ্বারে বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর দেবীদ্বারে বজ্রপাতে নিহত ১ আহত ৩ দেবীদ্বারে বিএনপির বর্ষবরণ উৎসবে পান্তা-ইলিশ দেবীদ্বারে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও রেলী অধ্যাপক মোজাফফর আহমদের ১০৩ তম জন্মবার্ষিকী ১৪ এপ্রিল শ্রদ্ধা-ভালবাসায় স্মরণ করবে দেবীদ্ববাসী বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দেবীদ্বারে ভিক্ষুকের ঘরে আশ্রয় পাগলি ও তার নবজাতকের ঠিকানা এখন সরকারি আশ্রয় কেন্দ্র দেবীদ্বার অক্সফোর্ড স্কুলের বার্ষিক মিলাদ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত দেবীদ্বারে শিশু মেয়েক ধর্ষনের অভিযোগে বাবা আটক

১১ নাগরিকের বিবৃতি ‘উসকানিমূলক’ : হেফাজত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ২৮৩ বার দেখা হয়েছে
  • সম্প্রতি দেশের ১১ জন বিশিষ্ট নাগরিক হেফাজতে ইসলামের বিরুদ্ধে যে বিবৃতি দিয়েছে তা ‘অমানবিক’ ও ‘উসকানিমূলক’ আখ্যা দিয়েছেন হেফাজতে ইসলাম। সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আজ গণমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন।

আজ বুধবার বিকেলে সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ প্রতিবাদী জনতার আন্দোলনের বিরুদ্ধে একদল গণবিচ্ছিন্ন তথাকথিত বিশিষ্ট নাগরিকের বিবৃতিকে আমরা অমানবিক, উসকানিমূলক ও গণবিরোধী বলে সাব্যস্ত করছি। এই বিবৃতি স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের নির্লজ্জ দালালির প্রমাণ বহন করে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের আহ্বানে দেশব্যাপী পালিত শান্তিপূর্ণ বিক্ষোভ ও হরতালের কর্মসূচি চলাকালীন প্রতিবাদকারী আলেমসমাজ, মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মানুষদের ওপর বিনা উস্কানিতে পুলিশ কর্তৃক নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালানোর পরিপ্রেক্ষিতে তীব্র গণপ্রতিরোধ গড়ে ওঠে। পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের নিন্দা না জানিয়ে একতরফাভাবে প্রতিবাদী জনতার গণপ্রতিরোধকে আপনারা তথাকথিত “তাণ্ডব” আখ্যা দিয়ে গণবিরোধী অবস্থান নিয়েছেন।’

আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘ইসলামবিদ্বেষ ও সেকুলার মতাদর্শে আপনারা এতই অন্ধ যে, আপনাদের বিবৃতিতে পুলিশের গুলিতে শহীদ হওয়া ১৭ জন নাগরিকের প্রতি কোনো ধরনের মানবিক সমবেদনা প্রকাশ পায়নি। বরং আপনারা বিবেকবুদ্ধি জলাঞ্জলি দিয়ে দালালির নজরানা পেশ করতে প্রতিবাদী ধর্মপ্রাণ গণমানুষের ওপর “সর্বশক্তি প্রয়োগে”র আহ্বান জানিয়ে প্রকারান্তরে জালিম ক্ষমতাসীনদেরকে মানুষ হত্যায় উৎসাহ দিয়েছেন। এজন্য ভবিষ্যতে আপনাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে তিনি অভিমত প্রকাশ করেন।’

তিনি আরও বলেন, ‘যখন সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক ফেলানীসহ বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হয়, তখন আপনাদের বিবৃতি কোথায় থাকে? নিবর্তনমূলক ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেপ্তার হওয়া লেখক মুশতাক আহমেদ সম্প্রতি কারান্তরীণ অবস্থায় মারা যাওয়ার পর আপনাদের কোনো বিবৃতি বা বক্তব্য পাওয়া যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন কর্তৃক শান্তিপূর্ণ প্রতিবাদকারী নিরীহ ছাত্রদের ওপর নৃশংস হামলা হলে আপনাদের খুঁজে পাওয়া যায় না।’

হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেলেও আপনাদের টু শব্দও শোনা যায় না- এমন দাবি করে তিনি বলেন, ‘জনগণের কোনো ইস্যুতেই আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেখা যায় না। তাহলে আপনারা কোন মুখে নিজেদের ‘বিশিষ্ট নাগরিক’ দাবি করেন? ক্ষমতাসীনদের দালালি ও মতাদর্শিক গোঁড়ামিতে বুঁদ হয়ে থাকতে থাকতে আপনারা গণবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।’

আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫০ বছর হয়ে গেছে। পাকিস্তান এখন অতীত ইস্যু। আপনারা চিন্তা ও বুদ্ধিতে এতই পশ্চাদপদ যে, আজও পাকিস্তানি জুজু দ্বারা আক্রান্ত হয়ে আছেন। ফলে পাকিস্তানি জুজুকে অতিক্রম করে সামনে এগোতে পারছেন না। বরং পাকিস্তান জুজুকে ছদ্মভাবে আপনারা ইসলামবিদ্বেষের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।’

এই গণবিরোধী বিবৃতি আপনাদের ইসলামবিরোধী মুখোশ খুলে দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এদেশ কখনোই পাকিস্তানের পথে যাবে না; কিন্তু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হিন্দুত্ববাদী আগ্রাসী ভারতের করদরাজ্যে পরিণত করার চক্রান্ত আমরা গণপ্রতিরোধ গড়ে তুলে নস্যাৎ করে দিবো।’

আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘ভারত মূলত তার ভূরাজনৈতিক স্বার্থেই একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা করেছিল। তাই বলে কি গোলামি ও তাবেদারি করে ভারতের ঋণ শোধ করতে হবে আমাদের? আমাদের জাতীয় বীর মুক্তিযোদ্ধারা দিল্লির গোলামি করার জন্য এদেশ স্বাধীন করেনি। আমাদের আত্মনিয়ন্ত্রণাধিকার, সার্বভৌমত্ব ও ইনসাফ কায়েম করার জন্যই তারা রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন করেছিল। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হতে হবে সম-সার্বভৌমত্বের মর্যাদার ভিত্তিতে।’

‘গোলামি ও তাবেদারি করলে আমাদের জাতিগত আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হয়—এই অবিসংবাদিত সত্য কথাটি আপনারা উপলব্ধি করার চেষ্ট করুন। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে লড়াই করতে আপামর জনগণ সর্বদা প্রস্তুত আছে। কোনো অপশক্তির হুমকি-ধমকিকে নায়েবে রাসূল ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা পরোয়া করে না’, যোগ করেন আজিজুল হক ইসলামাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২১
Theme Customized BY NewsFresh.Com
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ২০ ক্যান্সারে আক্রান্ত রোগী পেলেন আর্থিক সহযোগীতাদেবীদ্বারে বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল মোটর সাইকেল আরোহীরদেবীদ্বারে বজ্রপাতে নিহত ১ আহত ৩দেবীদ্বারে বিএনপির বর্ষবরণ উৎসবে পান্তা-ইলিশদেবীদ্বারে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও রেলীঅধ্যাপক মোজাফফর আহমদের ১০৩ তম জন্মবার্ষিকী ১৪ এপ্রিল শ্রদ্ধা-ভালবাসায় স্মরণ করবে দেবীদ্ববাসীবেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিতদেবীদ্বারে ভিক্ষুকের ঘরে আশ্রয় পাগলি ও তার নবজাতকের ঠিকানা এখন সরকারি আশ্রয় কেন্দ্রদেবীদ্বার অক্সফোর্ড স্কুলের বার্ষিক মিলাদ দোয়া ও মাহফিল অনুষ্ঠিতদেবীদ্বারে শিশু মেয়েক ধর্ষনের অভিযোগে বাবা আটক