কুমিল্লা দেবীদ্বারে গঙ্গামন্ডল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং গঙ্গামন্ডল ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তীতে রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেল ৪ টায় গঙ্গামন্ডল রাজ ইনিষ্টিটিউশনের মাঠে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়।
গঙ্গামন্ডল ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আউয়াল ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ মমিনুল হক ভূঁইয়া সুমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ মো. আব্দুল কুদ্দুস আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা তিতুমির কলেজের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল আউয়াল খান, দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, চান্দপুর মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মুকবল হোসেন, শালঘর আদর্শ কলেজের অধ্যাপক মাজহারুল ইসলাম মামুন, গঙ্গামন্ডল রাজ ইনিষ্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, গঙ্গামন্ডল ফাউন্ডেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন খান সেলিম এবং স্বাগতিক বত্তব্য রাখেন ইফতার ও রজত জয়ন্তী প্রস্তুতি পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলজাজ¦ আজিজুর রহমান খান। প্রধান অতিথি মুক্তি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ মো. আব্দুল কুদ্দুস আখন্দ বলেন, গঙ্গামন্ডল পরগনা মোগল শাসনামলের একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী পরগনা। রত্নগর্ভা গঙ্গাসন্ডল পরগনার বহু যোগ্য সন্তান দেশ বিদেশে রাজনীতি. অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং ব্যাবসা বানিজ্যসহ সৃজনশীল অগনিত কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। আমরা তাদের জন্য গর্বিত। এ এলাকার আইনশৃংখলা রক্ষায় ‘গঙ্গামন্ডল থানা’ প্রতিষ্ঠা এখন সময়ের দাবী।