কুমিল্লা দেবীদ্বারে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবন্দী ও অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব। সোমবার সকাল ১১ টায় জিএফবি গ্রুপ ইউএস এ এর অর্থায়নে ও বন্ধু উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খানের প্রধান অতিথির উপস্থিতিতে ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার এর সভাপতিত্বে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ২ কেজি ভুট,২ কেজি মসুড়ের ডাল,২ কেজি আলু, ১ লিটার তৈল, ১ প্যাকেট গুড়া দুধ, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি ও ১ কেজি লবনসহ প্রতিটি পরিবারকে দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সুবিল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সরোয়ার মুকুল ভূইয়া,বিশিষ্ট সমাজ সেবক মো. নজরুল ইসলাম সরকার ও উপজেলা প্রেসক্লাবের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রন মিডিয়ার সাংবাদিকবৃন্দু।