ক্রীড়া স্বাস্থ্য সুরক্ষা এবং সাংস্কৃতি মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। মাদক সেবনসহ নানা অপরাধ সংগঠন থেকে বিরত রাখে। তাই স্বাস্থ্যের সুরক্ষায় খেলাধূলা এবং মনের আনন্দ এবং বিনোদনে সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত থাকা বা চর্চা করার বিকল্প নেই।
বৃহস্পতিবার দুপুরে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ’র অধ্যক্ষ অধ্যাপক আবুল কাসেম ওই বক্তব্য তুলে ধরেন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক মো. শাহেদ ইকবাল চৌধূরীর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আশরাফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ’র অধ্যক্ষ অধ্যাপক আবুল কাসেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের প্রাক্তন ছাত্র দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সহকারী অধ্যাপক গোলাম সামদানী। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সহকারী অধ্যাপক ফাতেমা বেগম, প্রভাষক রওশন আরা, প্রভাষক আতিক চৌধূরী, এএসএম নাজমুল, প্রভাষক মিনহাজুর রহমান, প্রভাষক ইব্রাহীম খোকন প্রমূখ।
আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।