দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা দেবীদ্বারে শবে বরাত রাতে দুই গ্রুপের সংঘর্ষে মসজিদে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ( ১৪ ফেব্রুয়ারী) শুক্রবার পবিত্র শবে বরাত রাতে দেবীদ্বার পৌরসভার ফতেহাবাদ দক্ষিণ পাড়া সাবেক কাশেম কমিশনার এর বাড়ির বায়তুল আকসা মসজিদে এ হামলা ও ভাংচুর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়- রাত সাড়ে ৯ টায় মসজিদে মুসুল্লিরা নামাজরত অবস্থায় চলাকালে অতর্কিত ভাবে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আহতরা হলেন – মসজিদের সভাপতি মুূদি দোকানদার ইব্রাহিম(৫০)। মনির হোসেন, এডভোকেট কাউছার ও ইসমাইল। এর মধ্যে ইব্রাহিম( ৫০) কে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা অবনতি হলে পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে আইসিইউতে রাখা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক স্থানীয় জানান- আমরা মুসুল্লিরা মসজিদের ভিতরে জিকির আসকার করছিলাম হঠাৎ দেখি ফতেহাবাদ নয়াকান্দির এলাকার মৃত সিরু মেম্বারের বাড়ির কিছু ছেলে মসজিদের ভিতরে ডুকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাংচুর শুরু করে, পরে মসজিদের মাইকে মাইকিং করলে হামলাকারীরা পিছুহটে। তবে কেন? কি কারনে তারা এ হামলা চলায় তা বলতে পারনে না কেউ। এদিকে সাবেক কাশেম কমিশনার বলেন- ফতেহাবাদ নয়াকান্দির মৃত সিরাজুল ইসলাম এর ছেলে জিল্লুর রহমান ও তার সহপাঠিরা পূর্ব শত্রুতার জেরে ও কয়েক মাস পূর্বে ক্রিকেট খেলার বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া কে কেন্দ্র করে মসজিদে ভাংচুর করা মটোও ঠিক হয়নি। এব্যাপারে শনিবার বিকালে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান পূর্বে ক্রিকেট খেলার বিষয় নিয়ে ক্ষিপ্ত হয়ে ঘটনাটি ঘটিয়েছে একটি পক্ষ। তবে এ বিষয়ে রিপোর্ট লিখা পর্যন্ত মৃত হাসান আলীর ছেলে ইসমাইল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন এতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।