কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বেতুয়া গ্রামের প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও আলেমে দীন মাওলানা আবুল হাশেম (রহ.)’র ১১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারী) রোববার নিজ বাড়িতে দোয়ার আয়োজন করা হয়েছে এবং আগামী ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশ বরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন। পরিবারের পক্ষ থেকে তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
তিনি ২০১৪ সালের ০২ ফেব্রুয়ারি দেবীদ্বার উপজেলার আবদুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে মুনাজাতরত অবস্থায় তিনি মৃত্যুকোলে ঢলে পড়েন। তিনি কুমিল্লা ও পাশ্ববর্তী জেলাসমূহে প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও ওয়ায়েজ হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন ওয়াজ মাহফিলে তাঁর অশ্রুসিক্ত বয়ানে ধর্মপ্রাণ মুসলমানদের অন্তর স্পর্শ করে। তিনি প্রখ্যাত আলেম হিসেবে খ্যাতি লাভ করেন।