দীর্ঘ ১৫ বছর পর কুমিল্লার দেবীদ্বারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলন। (শনিবার ২৫ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সন্মেলন অনুষ্ঠিত হবে। সন্মেলন কে ঘিরে সপ্তাহ জুড়ে চলছে প্রচার মাইকিং, লিফলেট বিতর, দলের উপজেলা ও পৌরনেতাকর্মী করেছে সংবাদ সম্মেলন, বের করেছে মটর শোভাযাত্রা, এদিকে পোস্টারে ছেয়ে গেছে পুরো সন্মেলন মাঠ। দেবীদ্বার উপজেলার আমীর অধ্যাপক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এ কর্মী সন্মেলনে যোগ দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে থাকবেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
(২৪ জানুয়ারি শুক্রবার) বিকাল ৫টায় এ সন্মেলনকে সফল করার লক্ষ্যে এক স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি সড়কের প্রধান স্থানগুলি প্রদক্ষিণ করেন। এ সময় পৌর জামায়াতের সেক্রেটারি অলি উল্লাহ সরকার এর কাছে কর্মী সন্মেলনে নেতাকর্মী কেমন উপস্থিত হতে পারে, জানতে চাইলে তিনি দৈনিক আজকালের খবর কে বলেন- প্রায় ২০ হাজার নেতা-কর্মী উপস্থিতি হবে।