বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হিসাবে মনোনীত হয়েছে কুমিল্লা দেবীদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক সরকারের বড় ছেলে ডাঃ মির্জা আসাদুজ্জামান রতন (গাইনী) এতে সদস্য সচিব মনোনীত হয়েছেন ডাঃ মো. আল আমিন (ইউরোলজি)।
বৃহস্পতিবার বিকালে দেবীদ্বারের জনমত কে জানান তার পিতা বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক সরকার।
জানা যায়,গত মঙ্গলবার( ৭ জানুয়ারি) গণমাধ্যম ফোরামের পক্ষ থেকে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় সম্প্রতি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের কনফারেন্স রুমে পদন্নোতিপ্রত্যাশী বিসিএস স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের ১৫ বিষয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য ক্যাডার বৈষম্যর কারনে দীর্ঘ দিন ধরে পদন্নোতি বঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মকর্তা বিশেষজ্ঞ চিকিৎসকরা। আর তাই এ বৈষম্য নিরসন ও পদন্নোতির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।