কুমিল্লার দেবীদ্বারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শণ, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে তিন ফার্মেসীকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ২৪ ডিসেম্বর উপজেলার নিউ মার্কেট এলাকায় কুমিল্লার ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকার নেতৃত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম এবং দেবীদ্বার থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
এ সময় অনুমোদনহীন, ভেজাল ও নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে বড়শালঘর ফার্মেসীর মালিক আতিকুর রহমানকে ৫০ হাজার ও গোমতী মেডিকেল হলের রফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং সেবা ফার্মেসীর আঃ মতিনকে ৫ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানসমূহ থেকে অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় কুমিল্লার ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা বলেন, জেলার ঔষধ প্রশাসনের নির্দেশে নিয়মিত অভিযানের সূত্র ধরেই আজ দেবীদ্বারে অনুমোদনহীন ও নিষিদ্ধ ঔষধ বিক্রি করছে কিনা অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ ফার্মেসীর মালিকরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। তিনটি বড় ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছি।