নানা আয়োজনে দেবীদ্বারে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি তার সহযোগী অঙ্গ সংগঠন, বংলাদেশ জামায়েত ইসলাম উপজেলা শাখা, উপজেলা প্রেসক্লাব,শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ শহীদ মিনার,নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বর ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিজয় মেলা ও উপজেলা পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকরী কমিশনার ভূমি রায়হানুল ইসলাম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো.শাহিনুল ইসলাম,ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন,জেলা উত্তর জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহম্মেদ, বিএনপির নেতা নজরুল ইসলাম সরকার, জামায়েতে ইসলামী’র ইউরোপের মুখপাত্র ও লন্ডন ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের ইনচার্জ ব্যারিস্টার আবু বক্কর মোল্লা। উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ হাসান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো.জাহাঙ্গীর আলম ও খোরশেদ আলম হাজারী। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার আগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিজয় মেলার ১২ স্টল পরিদর্শ করেন জেলা উত্তর বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী। অপর দিকে বিজয় দিবস পালনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উদ্যোগে বেলা ১১টায় শহীদ মিনারের পাদদেশে মহান বিজয় দিবসের বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা করা হয়। এ সভায় ভূমিহীন নেত্রী নাছিমা বেগমের সভাপতিত্বে এবং নিজেরা করি সংস্থার কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার,প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার কমরেড পরেশ কর,