কুমিল্লার দেবীদ্বারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ঊনঝুটি আদর্শ পাঠাগারের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেবীদ্বার থেকে এ আর আহমেদ হোসাইন জানান সমাবেশে এ গ্রামটিকে একটি মাদক বিরোধী ও আদর্শ গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজকরা এ সভার আয়োজন করেন। পাঠাগারের সভাপতি মোঃ তোফায়েল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল মাস্টারের সঞ্চালনায় ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক এম.এ আউয়াল খান। আরও বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ সুমন সরকার, মোঃ ধনু মিয়া মাস্টার, মোঃ সিদ্দিকুর রহমান মাস্টারসহ আরও অনেকে।