কুমিল্লা দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার
সু- স্বাস্থ্য কামনা দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি কুমিল্লা জেলা উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী বলেন,স্বৈরাচার আমলে আপষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান সহ সকল নেতাকর্নীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করে সকল নেতাকর্মীদের কে ব্যক্তির স্বার্থ পরিহার করে দলকে সুসংগঠিত করার আহবান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় দেবীদ্বারের চার বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর গুনাইঘর বাসভবন মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলহাজ্ব মন্জুরুল আহসান মুন্সীর সহধর্মিণী দেবীদ্বার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাজেদা আহসান মুন্সীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম সাইফুলের সন্ঝালনায় এ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রস্তাবিত সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলতান কবীর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.নজরুল ইসলাম,কুমিল্লা জেলা উত্তর মহিলা বিএনপির সভাপতি সুফিয়া বেগম,পৌর বিএনপির নেতা সুূদন ডিলারসহ উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীহ অনেকে।