কুমিল্লার দেবীদ্বারে বন্যার পানিতে তলিয়ে যাওয়া পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর মাদ্রাসা আশ্রয় কেন্দ্র, রসুলপুর ইউনিয়নের রসুলপুর ও আব্দুল্লাহপুর গ্রাম ও জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, ৪ নং সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারওয়ার হোসেন মুকুল ভূইয়া, বন্ধু উন্নয়ন সংস্থার সভাপতি এম,এ ওয়াদুদ ও অন্যান্য কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।