কুমিল্লার দেবীদ্বারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চার বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী’র নির্দেশে তার সুযোগ্য উত্তর জেলা উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সীকে প্রধান অতিথি করে পৌর সভার ছোটআলমপুর চৌমুহনী মোড় থেকে এ উপলক্ষে একটি র্যালী বের হয়।পরে র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে এসে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ করা হয়। পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশার এর সভাপতিত্বে ও সদস্য সচিব অলিউল্লাহ সরকার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও রাজীব হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন(বিল্লু),জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞান প্রযুক্তি বিষয় সম্পাদক মো: তাজুল ইসলাম,সদস্য সাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম, কামরুল হোসেন,আব্দুল সালাম প্রমূখ্য।