কুমিল্লা দেবীদ্বারে ৪ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের রক্তঝরা এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে দেবীদ্বার মুক্ত হয়েছিল। একাত্তরের ৩ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে হানাদারদের বিরুদ্ধে আক্রমণ চালালে পাকিস্তানী হানাদাররা এ রাতে পিছু হটে এবং দেবীদ্বার ছেড়ে পালালে ৪ ডিসেম্বর দেবীদ্বার শত্রুমুক্ত হয়। সোমবার সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে কুমিল্লা- ৪ দেবীদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের উপস্থিতিতে উপজেলা আ’লীগ,উপজেলা প্রশাসন,থানা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তারা বঙ্গবন্ধু মোড়ালে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি রেলী বের করা হলে,রেলীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বর ও গণকবরে এসে সকল শহীদদের স্বরনে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন দেবীদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল (এমপি), জেলা উত্তর আ’লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম,ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ওমানী,উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা,থানা অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা প্রেসক্লাবের সংবাদকর্মীসহ আরো অনেকে।