দেবীদ্বার হাড়ভাঙা পঙ্গু এন্ড জেনারেল হাসপাতালে জরুরি ভিত্তিতে কিছু দক্ষ লোক নিয়োগ করা হবে। এতে ম্যানাজার পদে ১ জন, ডিপ্লোমা নার্স পদে ৪ জন, ওয়ার্ডবয় ৪ জন ও সহকারী নার্স ৪ জনকে আগামী ১৩ অক্টোবর শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পার্থীদেরকে উক্ত হাসপাতালে উপস্থিত হওয়ার জন্য আহবান করা হয়েছে। প্রোয়োজনে- ডা. মানসুরুল হক, ব্যাপস্থাপনা পরিচালক,01817512675 ।