দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি
মানুষের নিত্যপ্রয়োজনীয় সাধারণ একটি সবজি হলো আলু। এ আলুর দাম সরকারের নির্ধারিত দামে চেয়ে বেশী দামে বিক্রি করতে দোকানিরা ব্যবহার করছে কৌশল। বুধবার দুপুরে দেবীদ্বার পৌর নিউমার্কেট এলাকার বাজার ঘুরে দেখা যায় দোকানিরা বড় সাইজের আলুগুলো আলাদা করে প্রতি কেজি ৫০ টাকা এবং ছোট সাইজের আলু বিক্রি করছে ৪৫ টাকা ধরে, অথচ সরকারের নির্ধারিত দাম ৩৫- ৩৬ টাকা ধরে বিক্রি করছে না আলু ব্যবসায়ীরা আলু। নাম প্রকাশে অনিচ্ছুক এক আলু ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তিনি বলেন- সরকার থেকে আলুর যে দাম নির্ধারণ করা হয়েছে সে দাম ব্যাবসায়ীদের ক্রয় মূল্যের চেয়ে কম,যার কারনে খুচরা বাজারগুলোতে আলুর মত সবজিও বিক্রি হচ্ছে নানা কৌশলে। আলু ব্যবসায়ী মো. সোহাগ বলেন- ৪২ টাকা ধরে প্রতি কেজি আলু কিনে ৪০ টাকা ধরে কিভাবে বিক্রি করবো? এদিকে নিউমার্কেট বাজারে আলু ক্রয়কারী মো. জাকির হোসেন বলেন- ৫০ টাকা ধরে আলু কিনলাম। কিভাবে সামনের দিনগুলো চলবো মাথায় ধরেনা।এদিকে গেল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম বলেন-ভোক্তা অধিকার আইনে ব্যাবসায়ীদের বাড়তি দামে আলু বিক্রি ও ক্রয় করা রশিদ দেখাতে না পারায় দুই আলু বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার ঘুরে দেখা যায় অন্যান্য সবজির মধ্যে বেগুন এক কেজি ৬০ টাকা, করলা ৭০ টাকা, ছড়া- ৭০ টাকা, গাজর- ১২০ টাকা,ছিম- ১৩০ টাকা, টমাটো- ৮০ টাকা করে বিক্রি করা হচ্ছে। তবে বুধবার দুপুরে তিনি বলেন আলু, ডিম ও পেয়াজসহ দ্রব্যে মূল্যের দাম সরকারের নির্ধারিত দামের বাইরে যারা বেশী দামে বিক্রি করবে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।