দেবীদ্বারে একটি দেশীয় তৈরী পিস্তল ও ১শ পিস ইয়াবাসহ মো. আনোয়ার হোসেন(৩০) নামের এক যুবককে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়,মামলা নং-১২। পরে শনিবার সকালে আসামীকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়,বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর। গ্রেফতারকৃত আসামী মো.আনোয়ার হোসেন(৩০) দেবীদ্বার উপজেলার বড় শালঘর গ্রামের উত্তরপাড়া,ইউনুছ মাষ্টারের বাড়ীর মৃত হারুনুর রশিদের ছেলে। পুলিশ জানান দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউপির ইষ্টগ্রামের সজীব ব্রিকস্ ফিল্ডের পশ্চিম পাশ্বে আলমগীর হোসেনের চায়ের দোকানের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপর অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়ীর জন্য অপেক্ষা করছিলো এ যুবক। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় আসামী মো.আনোয়ার হোসেন (৩০) কে গ্রেফতার করে থানা পুলিশ।