দেবীদ্বার: কুমিল্লা প্রতিনিধি
গত ৩১ আগস্ট রাতে ১২টায় দেবিদ্বার থানায় এসআই/মোক্তার আহমেদ মল্লিক ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ পায় যে,দেবিদ্বার সাইচাপাড়া গ্রামস্থ সাইচাপাড়া হতে কালিকাপুরগামী পাকা রাস্তার উপর দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় শাড়ীকাপড় নিয়ে আসছে পাকা রাস্তার উপর অবস্থানপূর্বক চেকপোষ্ট করাকালে দুইটি সিএনজিকে থামানোর জন্য সংকেত দেয় সিএনজি দুইটি তল্লাশি কারে একটি সিএনজিতে পাঁচটি সাদা প্লাস্টিকের বস্তা ও অপরটিতে চারটি সাদা প্লাস্টিকের বস্তাসহ মোট নয়টি সাদা বস্তায় ৫৮৭ পিস ভারতীয় শাড়ী ও দুইটি সিএনজিসহ আসামী ১। মোঃ তজন মিয়া(২৫), পিতা-মোঃ জজু মিয়া,২। মোঃ শাহীন(২৪)(সিএনজি চালক), পিতা-মৃত আবু জাহের, ৩। মোঃ আল আমিন(৩৫), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, ৪। মোঃ দিদার(৩২)পিতা-মৃত আব্দুল লতিফ,সর্ব থানা- ব্রাহ্মণপাড়া,জেলা- কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করেন। উদ্ধারকৃত ভারতীয় শাড়ী ও সিএনজি সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে জব্দ তালিকা করা হয়। উক্ত ঘটনায় দেবিদ্বার থানায় একটি মামলা দাখিল করেন। মামলা নং-০১,