এ আর আহমেদ হোসাইন দেবীদ্বার কুমিল্লা
দেবীদ্বারে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত দুই জনকে মাদক আইনে মামলা করিয়া কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সুবিল গ্রামের পশ্চিম পাড়া মৃত আব্দুর ছাত্তারের ছেলে সাইদ আহম্মেদ সাদেক (৫৫) ও ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের মুকবুল হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন (২৫)। শুক্রবার বিকেলে থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান বৃহস্পতিবার রাতে এসআই মোক্তার আহমেদ মল্লিক তার সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটি পালনকালে গোপন সংবাদ পেয়ে দেবীদ্বার শিবনগর দেবীদ্বার ব্রীজের পশ্চিম পাড়ে গেলে সাইদ আহম্মেদ সাদেক(৫৫) এর বসত ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ ভাবে মাদক ক্রয় বিক্রয় করে আসছিলো। তখন পুলিশ ঘটনাস্থলে পৌছামাত্র আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে এসআই মোক্তার আহমেদ মল্লিক ও তার সংগীয় ফোর্সের সহায়তায় এ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।