দেবীদ্বার পৌরসভার সৃষ্টির ২১ বছর পার হলেও নির্বাচন না হওয়ায় দ্রুত নির্বাচনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দেবীদ্বার পৌরবাসী। বুধবার সকাল সাড়ে ১১ টায় নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্তরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পৌর আ’লীগের সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যানের নেতৃত্বে পৌরসভার নয়টি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উপস্থিততে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর সম্ভাব্য মেয়র প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও লেখক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার,উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ভিপি মোঃ ওমর ফারুক,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃকাউছার হায়দার,সাংবাদিক শফিউল আলম রাজিবসহ
আরোও অনেকে।
এ সময় বক্তারা বলেন- দীর্ঘ ২১ বছর পৌরসভার নির্বাচন না হওয়ায় নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের বিভিন্ন প্রকার সেবা থেকে বঞ্চিত দেবীদ্বারে পৌরসভাবাসী,তাই দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে পৌরবাসীর নাগরিক সুবিধা ও উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার দাবিতে ও মানববন্ধনে জোড় দাবী তুলেন বক্তারা।
এর আগে গত ১৪ মে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম ১৮ তম নির্বাচন কমিশন সভায় আগামী মধ্য জুলাই মধ্যে দেশের ৭টি পৌরসভার নির্বাচন হবে বলেন জানান, তবে শীঘ্রই নির্বাচন তফসিল ঘোষণা না আসায় দ্রুত নির্বাচন তফসিল ঘোষণার দাবীতে এ মানববন্ধন করা হয়।