দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাংবাদিকদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা আ’লীগ নেতা।দেবীদ্বার পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী হাজি মোসলেহ উদ্দিন মানিক। শনিবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির উপস্থিত সাংবাদিকদের সাথে এ ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা আ’লীগ নেতা হাজি মোসলেহ উদ্দিন মানিক। তার সাথে ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান বাবুল ও শ্রমিক লীগ নেতা আবু নাইম মুন্সী।
উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার’র উপস্থিতিতে এ সময় নবগঠিত কমিটির সভাপতি,দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্তির লড়াই প্রতিনিধি মো. সাইফুল ইসলামসহ উপস্থিত সাংবাদিকদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সহ সভাপতি দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি সাইদুল ইসলাম সাইদ, সাংগঠনিক সম্পাদক এসএটিভির প্রতিনিধি মো.শফিউল আলম রাজীব, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি এ আর আহমেদ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আল আমিন কিবরিয়া, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি ওমর ফারুক মুন্সী, প্রেসক্লাব সদস্য মো. আব্দুল আলিম প্রমুখ।
আ’লীগ নেতা হাজি মোসলেহ উদ্দিন মানিক
শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশ্য বলেন যদি আগামীতে পৌর নির্বাচন হয় তাহলে পৌর বাসীর শান্তি ও উন্নয়ন লক্ষ্যে পৌর নির্বাচনে দলের মনোনীত হয়ে তিনি জনগণের পাশে থেকে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।