বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলার আয়োজনে আপনজন সম্মাননা” পেলেন দেবীদ্বারের সিনিয়র সাংবাদিক, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও দেশের শীর্ষ নিউজ পোর্টাল দেশের ঘটনার প্রকাশক এবিএম আতিকুর রহমান বাশার।
দেবীদ্বার থেকে এ আর আহমেদ হোসাইন জানান, এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় দেবীদ্বারের প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার মুকুল ভূইয়া, সমাজসেবক আলমগীর হোসেন, সাংবাদিক মমিনুল ইসলাম মোল্লা, দৈনিক যুগান্তর দেবীদ্বার প্রতিনিধি মোঃ আক্তার হোসেন, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি সাহিদুল ইসলাম, ফাল্গুনী টিভি ও দৈনিক আজকালের খবর দেবীদ্বার প্রতিনিধি এ আর আহমেদ হোসাইন, এসএ টিভির দেবীদ্বার প্রতিনিধি শফিউল আলম রাজিব, মাইটিভির প্রতিনিধি মোঃ সোহাগ রানা সোহেল, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন, বাংলাদেশ সমাচার’র প্রতিনিধি ওমর ফারুক মুন্সী,খোলা কাগজের প্রতিনিধি আল আমিন কিবরিয়া, আমার বার্তা প্রতিনিধি ইসহাক হাসান, মির্জা সাগরসহ আরও অনেকে। জানা যায় গত ২৫ মার্চ কুমিল্লা জেলার সাংবাদিক সমিতি আয়োজনে জেলার ১৭ উপজেলার মধ্যে ১৩ উপজেলা থেকে ১৩ গুনী সাংবাদিকদের কে এ সম্মাননা দেওয়া হয় এর মধ্যে দেবীদ্বারের প্রবীন সাংবাদিক ছিলেন এবিএম আতিকুর রহমান বাশার।