দেবিদ্বার(কুমিল্লা) প্রতিনিধি
সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দেবিদ্বারে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতির জনক বঙ্গবন্ধুর মুর্যাল, মুক্তিযোদ্ধা চত্বর ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ এবং কুচকাওয়াজের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। রোববার সকাল ৮টায় এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং বিএনসিসি’র অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে ওই কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) এর সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদের সদস্য শিরিন সুলতানা, ভিপি বাবুল হোসেন রাজু ও ওসি কমল কৃষ্ণ ধর প্রমুখ।
পরে অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।