‘পথ শিশুদের জীবন বদলে দিন-বদলে যাবে সমাজ’ এ শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে দেবীদ্বারে ‘পথ শিশুদের সেবা মূলক সংগঠন’র বর্ষপূর্তী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবাব কাজী গোলাম মহিউদ্দিন ফারুকী মিলনায়তনে ওই বর্ষপূর্তী অনুষ্ঠান করা হয়।
মো. আলাউদ্দিনের সঞ্চালনায় বিশিষ্ট ক্রীড়াবিদ বাংলাদেশ ফুটবল ফেডারেশন’র রেফারী ভিপি ময়নাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা সভাপতি নারী নেত্রী শিরিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, জেলা পরিষদ সদস্য ভিপি মো. বাবুল হোসেন রাজু, মা’মনি হাসপাতালের নির্বাহী পরিচালক মো. তাজুল ইসলাম, পুষ্টিবিদ ফরিদা ইয়াছমিন।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, মো. আজহারুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. সুজন, মো. শামিম প্রমূখ।
আলোচকরা বলেন, অসহায়, ছিন্নমূল পথশিশুরাও আমাদের দেশের নাগরিক। তাদের বাদ দিয়ে জাতির অগ্রগতি সম্ভভ নয়। পথশিশুদের অবহেলায় দূওে ঠেলে না দিয়ে আলোর পথ দেখিয়ে সম্পদে পরিনত করতে হবে। তাহলেই আমাদের সমাজ ও রাস্ট্র বদলে যাবে।
অনুষ্ঠানে কুমিল্লা জেলার প্রায় অর্ধশতাধিক সামাজিক সংগঠন ও সংগঠকদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।