দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি
দ্রব্যমৃল্যের বৃদ্ধির প্রতিবাদ ও দশ দফার দাবীতে কুমিল্লা জেলা উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। দেবীদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান মোল্লা জানান- শনিবার বিকেলে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুন নবী সোহেলের নেতৃত্বে জেলা উত্তর বিএনপির পদযাত্রা করতে গেলে পুলিশ বাধা দেয় এবং পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতন্ডা ধাওয়া পাল্টা ধাওয়া হলে পুলিশ টিয়ারসেল ও গুলি নিক্ষেপ করে এতে কম পক্ষে দলের ১০ জন নেতাকর্মী আহত হয়। আহতরা হলেন জেলা উত্তর মহিলা বিএনপির সভানেত্রী সুফিয়া বেগম, জেলা উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ বাবু,সাবেক কোসাদক্ষ আজহারুল ইসলাম, দেবীদের পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম সাইফুলসহ আরও অনেকে।
থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান এ ঘটনা চান্দিনা ও দেবীদ্বার থানা পুলিশের উপস্থিতি লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা আক্রমন করলে পুলিশ আত্নরক্ষার্তে টিয়ারসেল নিক্ষেপ ও ফাকা গুলি ছুড়ে, তবে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলেও তিনি জানান।