দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বড়ুরা উপজেলায় জুয়া খেলার টাকা যোগাতে স্ত্রীর সাথে বাজী ধরে শ্বশুরবাড়ির এলাকা থেকে গরু চুরি করে জেলার দেবীদ্বার এসে পুলিশের তল্লাশীতে গরুসহ হাতেনাতে ধরা পড়েছেন জামাইসহ আরো দুই বন্ধু।
দেবীদ্বার থেকে এ আর আহমেদ হোসাইন জানান,
এ ঘটনাটি ঘটে সোমবার রাতে বড়ুরা থানার বিলপুকুরিয়া এলাকায় জুয়েলের শ্বশুর বাড়ি থেকে চুরি করে গরু নেওয়ার পথে একই রাতে ধরা পরে দেবীদ্বার পুলিশের চেকপোস্টেে। পরে বুধবার দুপুরে আসামিদের কে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়।
বুধবার দুপুরে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর থানায় জানান,জুয়েলসহ তিন বন্ধু মিলে জুয়েলের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে পাশের গ্রাম থেকে একটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় দেবীদ্বারে পুলিশের তল্লাসীতে আটক হয়। আটক তিনজনই পেশাদার চোর এবং জুয়ারী। আটকৃত চোর জানান তারা জুয়া খেলার টাকা যোগাতে পরিকল্পিত ভাবে গরুটি চুরি করেছিল। এদের ৩ জনের বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে রয়েছে বলে পুলিশ জানান