দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
২৬ বছর পর দেবীদ্বার উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন। সম্মেলনের সাড়ে চার মাস পর কুমিল্লা দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ।
গত ১৫ জানুয়ারী কমিটির অনুমোদন দিলেও, এক সাপ্তাহ পর আজ সোমবার সন্ধায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিন ও সাধারন সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার স্বাক্ষরিত কাগজের এক চিঠিতে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতার।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রোশন আলী মাষ্টার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের বিষয়ে জানান, দীর্ঘ ২৬ বছর পর ২০২২ সালের ২ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র নেতারা। সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ.কে.এম শফিউদ্দিন, সভাপতি এবং মোস্তফা কামাল চৌধুরী সাধারণ সম্পাদক করে ৫ জনের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছিল।
তিনি আরও জানান,সম্মেলনের পর এই সাড়ে চার মাস প্রায় ৪০০ থেকে ৫০০ নেতাকর্মী পদ-পদবি পেতে ও সদস্য হতে আবেদন করেছিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দুর নির্দেশ,জেলা সভাপতি রুহুল আমিন ভাই আমিসহ এবং অন্যন নেতৃবৃন্দুকে সাথে নিয়ে দলের গঠনতন্ত্রের ৩৯ অনুচ্ছেদের নির্দেশনা মোতাবেক এই পূর্ণাঙ্গ কমিটির গঠন করি। নতুন কমিটি উপজেলা আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করবে বলে তিনি প্রত্যাশা করেন।
কমিটির সহ-সভাপতি পদে একেএম মনিরুজ্জামান মাস্টার, অধ্যক্ষ মোঃ আবদুল্লা মাসুদ পাখি,মোঃ মোসলেহ উদ্দিন মাস্টার, আনোয়ার হোসেন খোকন,মোঃ মফিজুল ইসলাম দুলাল, মোঃ আব্দুল জলিল চৌধুরী,মোঃ লুৎফুর রহমান বাবুল, মোঃ আব্দুল কুদ্দুছ, মোঃ সামছুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ হুমায়ুন কবির,এজাজ মাহমুদ, মোঃ ওমর ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হারুনুর রশীদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ ফারুক আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মিজানুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলী আশরাফ, দফতর সম্পাদক হাজী আবুল কালাম আজাদ,ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট এনামুল হক মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মোঃ মোসলেহ উদ্দিন ভূইয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট নাজমা আক্তার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আবদুস সালাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আবদুল কাইয়ুম,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট শাহাৎ হোসেন শিমুল, শ্রম সম্পাদক সুজিত কুমার পোদ্দার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সালাউদ্দিন মামুন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল আলম তুষার, মোঃ মোস্তাফিজুর রহমান সরকার, মোঃ মীর্জা বাহাদুর,সহ দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন আহমেদ বাহার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোরশেদ আলম খান ও কোষাদক্ষ মোঃ মহিউদ্দিন মিঠু। এছাড়া ৩৫ জনকে এ কমিটিতে সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে।