দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে প্রয়াত আওয়ামীলীগ নেতা। সাবেক সচিব, এমপি, মন্ত্রী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মরহুম এবিএম গোলাম মোস্তফা স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। দেবীদ্বার উপজেলা পরিষদ কতৃক আয়োজিত শোক সভাটি শনিবার বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। এসময় ওনার বর্নাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ এবং রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান বাবুল’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত এবিএম গোলাম মোস্তফার ছেলে বিশিষ্ট অর্থনীতিবিদ, এশিয়ার কৃষি ও অর্থনৈতিক উপদেষ্টা (বিশ্বব্যাংক) ড. ইফতেখার মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার।
এছাড়াও উপস্থিত ছিলেন,দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একেএম সফিকুল আলম কামাল, পৌর আওয়ামীলীগের উপদেষ্টা গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির,জালাল উদ্দিন,কামরুজ্জামান মাসুদ, মকবুল হোসেন মুকুল। কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মামুনুর রশীদ মামুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ১০টায় তার নিজ গ্রাম উপজেলার বড়শালঘরে প্রতিষ্ঠিত এবিএম গোলাম মোস্তফা আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গণেও একটি স্মরণ সভা করেছে কলেজ কতৃপক্ষ।
উল্লেখ্য,বাধ্যর্কজনিত নানা রোগে আক্রান্ত হয়ে (৩ ডিসেম্বর শনিবার) রাত ৯ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।