দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক মন্ত্রী, সচিব ও কুমিল্লা ৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা আর নেই। শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বাধ্যর্কজনিত নানা রোগে ভোগছিলেন।
এ বি এম গোলাম মোস্তফা একজন রাজনীতিবিদ, সাবেক সচিব, মন্ত্রী ও সাংসদ। কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য। এর আগে তিনি জাতীয় পার্টি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তান সরকারের সাবেক শিক্ষা মন্ত্রী মফিজ উদ্দিন আহমেদের পুত্র ও সাবেক ডি ডিআইজি এবিএম গোলাম মোরশেদ এর বড় ভাই। তার গ্রামের বাড়ি কুমিল্লা দেবীদ্বার উপজেলার বড়শালঘর গ্রামে। মৃত্যুকালে স্ত্রী,এক পুত্র ও এক কণ্যা সন্তান,বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।