দেবীদ্বার,কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার বিনাইপার গ্রামে অগ্নিকান্ডে সর্বস্ব পুড়ে একেবারে নিঃস্ব হয়ে যাওয়া দুটি পরিবারকে দেখতে গেছেন বিএনপির সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সীর স্ত্রী ও দেবীদ্বার উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাজেদা আহসান মুন্সী।
রোববার সন্ধ্যায় তিনি সেখানে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার জন্য দলের সকল নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান করেন। তিনি তাদের খোঁজখবর নেন। সেই সঙ্গে তার পরিবার ও দলের পক্ষ থেকে সহায়তারও আশ্বাস দেন।
মাজেদা আহসান মুন্সী বলেন, আমার কথা হলো-সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত এদের বাসস্থানের ব্যবস্থা করা। দুই, এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে।
ক্ষতিগ্রস্তদের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমাদের সঙ্গে আপনাদের এই এলাকার সাবেক সাংসদ মঞ্জুর আহসান মুন্সী আছেন।
এসময় মাজেদা আহসান মুন্সীর সঙ্গে ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল আউয়াল সাইফুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক পাখি, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেকনবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের বিল্লাল হোসেন বিল্লু, পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির হোসেন, উপজেলা ছাত্রদলের নেতা বিল্লাল হোসেন, পৌর ছাত্রদল নেতা মো. রাসেল প্রমূখ।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার দিবাগত ভোর রাত অনুমান সাড়ে ৪ টায় দেবীদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের রেয়াজ উদ্দিন সরকার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডের ঘটনায় একেবারে নিঃস্ব হয়ে পড়ে দুইটি পরিবার।