দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি
দেবীদ্বার উপজেলার পেশাগত সাংবাদিকরা বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা সিলেট আন্ঝলিক মহাসড়কের নিউমার্কেট মুক্তিযোদ্ধাচত্বরে সাংবাদিক নেছার ও আব্দুল আলিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি প্রবীন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে ও আজকালের খবর প্রতিনিধি সাংবাদিক এ আর আহমেদ হোসেন’র সন্ঝালনায় প্রতিবাদী বক্তব্য রাখেন দৈনিক সমকাল প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, আমাদের নতুন সময় জেলা উত্তর প্রতিনিধি সাইদুল ইসলাম সাইদ,দৈনিক আমাদের দেবীদ্বারের ভারপাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাছুম, নাগরিক ভাবনার প্রতিনিধি এমজিএস মামুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক গোলাম রাব্বী প্লাবন, উপজেলা মাইটিভি প্রতিনিধি মো.সোহেল রানা,করতোয়া কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ মামুনুর রশিদ,ওমর ফারুক মুন্সী, দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি মোঃ রুহুল আমিন হাজারী, দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন,আনন্দ টিভি প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান, দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি আরিফুল ইসলাম, কুমিল্লা টেলিস্কোপ’র সম্পাদক ইসহাক হাসান, ঢাকা টাইমস’র আল আমিন কিবরিয়া, সাংবাদিক মোঃ রাসেল সরকার প্রমুখ।
উপস্থিত সাংবাদিকা বক্তিতায় বলেন দেশের উন্নয়নে সাংবাদিকরা জাতির বিভেক সারা দেশেজুড়ে সাংবাদিক নির্যাতন বেড়ে চলছে অতি শিঘ্রই সাংবাদিক নেছারের উপর হামলা কারীদের আইনের আওতায় আনা নাহলে কঠোর আন্দোলনের ঘোষনা করেন উপস্থিত সাংবাদিকরা।
গত রোববার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার গোপালনগর পূর্বপাড়ার মৃত মানিক মিয়ার স্ত্রী বিধবা রানু বেগমের বাড়িতে একদল দুর্বৃত্ত ডুকে ওই বিধবাকে মারধর করাসহ হামলা ও ভাংচুর করার সংবাদের খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. মোখলেসসহ তার সংঙ্গীরা সাংবাদিকদের উপর চড়াও হয়ে সাংবাদিক নেসার ও তার সঙ্গে থাকা আবদুল আলীমের ওপর হামলা করে ও তার ব্যবহ্ত মোটর সাইকেল ভাঙচুরসহ ব্যবহৃত ক্যামেরাটি ছিনিয়ে নেন।