কুমিল্লা,প্রতিনিধি:
মহামারি করোনায় কুমিল্লার পুরো জেলা জুড়ে প্রতিটি উপজেলাই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা।গত ২৪ ঘন্টায় জেলায় ৪৪৩ জন আক্রান্ত ও মৃত্যু বরণ করেন- ১৬ জন ও করোনা যুদ্ধে জয় লাভ করেন- ৮০ জন।
জেলায় ২৪ ঘন্টায় আক্রান্তের হার শতকরা ৪০ দশমিক নয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।
ওই দিকে আক্রান্তের ৪৪৩ জনের মধ্যে জেলার সিটি করপোরেশন-১৭৬ জন ও মৃত্যু বরণ করেন- ৫ জন, আদর্শ সদর আক্রান্ত- ৩১ ও মৃত- ৩ জন, বুড়িচং আক্রান্ত- ২৭ ও মৃত- ১জন, চান্দিনা আক্রান্ত- ৩৫ ও মৃত- ১,দাউদকান্দি আক্রান্ত- ১ ও মৃত- ১,লাকসাম আক্রান্ত- ২২ ও মৃত- ২, মুরাদনগরে আক্রান্ত- ৯ ও মৃত- ৩ জন। বাকী আক্রান্তরা হলেন জেলার অন্যান্য উপজেলায়।
জেলায় মোট মৃত্যু বরণ করেন- ৫৬২ জন মোট আক্রান্ত – ১৮ হাজার ৯শ ৭৩ ও ১২ হাজার ৬শ ৬৭ জন করোনায় আরোগ্য লাভ করেন। জেলায় মোট সেম্পল স্টেট করা হয় ৯৭ হাজার ৬শ ২ জনের।